শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ১৩ বৈশাখ ১৪৩১
 

যে কারণে চাকরি ছেড়ে দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা    রোববার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান    যুদ্ধ নয়, আলোচনায় যেকোনো সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী    মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি    কাতার-বাংলাদেশের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সই    ৩২ টাকা কেজিতে ধান, ৪৫ টাকায় চাল কিনবে সরকার    মালিবাগে ট্রেনের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত   
পাকিস্তান-আফগানিস্তানে ভূমিকম্প: নিহত বেড়ে ১৩
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ন

আফগানিস্তান ও পাকিস্তানে মঙ্গলবার গভীর রাতে আঘাত হানা ৬.৫ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 

এরমধ্যে উত্তর-পশ্চিম পাকিস্তানের ৯ জন এবং আফগানিস্তানের ৪ জন। 

এই ভূমিকম্পে ২ দেশের ৯৪ জন আহত হয়েছেন। আহতদের ৪৪ জন পাকিস্তানের এবং ৫০ জন  আফগানিস্তানের।

বুধবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, পাকিস্তান, ভারত, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের প্রায় এক হাজার কিলোমিটারেরও বেশি প্রশস্ত এলাকায় ভূমিকম্পটির কম্পন অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের হিন্দুকুশ পর্বতমালায়। এটি জুর্ম গ্রাম থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পূর্বে।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ৯ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন বলে বুধবার রয়টার্সকে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ প্রাদেশিক কর্মকর্তা আব্দুল বাসিত।

আফগানিস্তানের দুর্যোগ প্রশমন মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রাহিমি মঙ্গলবার রাতে জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় লাঘমান প্রদেশে ৪ জন নিহত হয়েছেন।

গত বছর আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হয়। ২০০৫ সালে পাকিস্তানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৭৩ হাজার মানুষ নিহত হয়।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভূমিকম্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft