শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, ম্লান টাইগারদের রেকর্ড সংগ্রহ
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১০:৪৩ অপরাহ্ন

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে টাইগাররা ইতিহাস গড়েছেন। ইংরেজদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও চট্টগ্রামে শেষ ম্যাচে জয় তুলে নেয় টাইগাররা। এরপর থেকেই ক্রিকেট মাঠে যেন রীতিমত উড়ছে লাল সবুজের প্রতিনিধিরা।

ইংল্যান্ড বধের রেশ কাটতে না কাটতেই এবার ঝড় চলছে অ্যান্ড্রু বালবির্নির আয়ারল্যান্ড দলের ওপর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৩৮ রান করে রেকর্ড ১৮৩ রানের জয় পেয়েছিল তামিম ইকবালের দল।

সোমবার (২০ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও প্রথমে ব্যাট করে আগের দিনের সেই রেকর্ডকেও ছাড়িয়ে যান বাংলাদেশের ব্যাটাররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত সময়ে রেকর্ড ৩৪৯ রান করেন টাইগাররা। এই ম্যাচে ৬০ বলে ১৪ চার ও ২ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়ে দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

তবে মুশফিকের ঝোড়ো ইনিংসের পরেই সিলেটে হানা দেয় বৃষ্টি। তাই বাংলাদেশ বোলিংয়ে নামতেই পারেনি। এরপর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত হওয়ার কাট-অফ সময় ধরেন ৯টা ৩৩ মিনিট পর্যন্ত। তবে এর ঘণ্টাখানেক আগেও বৃষ্টি না থামায় রাত ৮টা ৩২ মিনিটে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে মুশফিক, টাইগারদের রেকর্ড সংগ্রহের ম্যাচ ভেস্তে গেছে।

সিলেটে এদিনও টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। বৃষ্টি নামার আগে অবশ্য বাংলাদেশ নিজেদের ইনিংসে পুরো ৫০ ওভারই ব্যাটিং করেছে। ৬ উইকেট হারিয়ে তুলেছে ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ৩৪৯ রান।

ব্যাট করতে নেমে শুরুটা বেশ দেখেশুনে করেছিলেন তামিম ইকবাল আর লিটন দাস। তবে দলীয় ৪২ রানের মাথায় রানআউট হয়ে ৪টি বাউন্ডারিতে ২৩ রান করে সাজঘরে ফেরেন ড্যাশিং ওপেনার তামিম। এ বছর ব্যাট হাতে ভালো করতে পারছিলেন না লিটন। তবে আজ ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন। তবে ৫৩ বলে ফিফটি তুলে নেওয়া লিটন ৭১ বলে ৭০ রান করে কুর্টিস ক্যাম্ফারের বলে বিদায় নেন।

লিটনের বিদায়ের পরে নাজমুল শান্তও ৫৯ বলে ফিফটির দেখা পেয়ে যান। সাকিবও ব্যাটিংয়ে নেমে আগ্রাসী মেজাজে ব্যাটিং করার ইঙ্গিত দেন। তবে ১৭ রানে থাকাকালে নিজের ধৈর্য ধরে রাখতে ক্যাচ আউট হয়ে বিদায় নেন। সাকিবের বিদায়ের পর নাজমুল শান্তও উইকেটের পিছনে কট বিহাইন্ড হয়ে আউট হন। এতে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করে ৭৭ বলে ৭৩ রান করে আউট হন তিনি।

কিন্তু পঞ্চম উইকেট জুটিতে রীতিমত তাণ্ডব চালান মুশফিকুর রহিম আর তরুণ তাওহিদ হৃদয়। মারমুখী ব্যাটিংয়ে সফরকারীদের কোণঠাসা করে ৭৮ বলে ১২৮ রানের বিধ্বংসী জুটি গড়েন তারা। তবে হৃদয়ে আজও হতাশা নিয়ে ফিরেছেন। প্রথম ম্যাচে ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ব্যাটার ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৪৯ রান করেন।

এই জুটিতে ভর করেই বড় সংগ্রহের ভিত হয়ে যায়। যার শেষটা করেন দীর্ঘদিন পর ব্যাট হাতে বড় রানে ফেরা মুশফিক। ৬০ বলে ১৪ বাউন্ডারি ও ২ ছক্কায় সাজানো হার না মানা ক্যারিয়ারের নবম সেঞ্চুরি উপহার দেন অভিজ্ঞ এই ব্যাটার। এতে নির্ধারিত সময়ে ৬ উইকেটে ৩৪৯ রানের পাহাড় করেছিল বাংলাদেশ।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft