প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১২:০৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ২ তলা আবাসিক ভবনে একটি খাদ্য গুদামে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ৷
ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভূষি, লবন, কাগজের গোডাউন ছিল বলে জানায় ফায়ার সার্ভিস৷
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সাইফুজ্জামান বলেন, অগ্নিকান্ডে অন্তত নয়জন আহত হয়েছেন এবং আওলাদ (৪০) নামে এক শ্রমিক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৷
-জ/অ