শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

ইমরান খানের গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে করা আবেদন নাকচ
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪:০৬ অপরাহ্ন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমস্ত্রী ইমরান খানের বিরুদ্ধে করা তোশাখানা মামলায় গ্রেফতারি পরোয়ানা বাতিল চেয়ে করা আবেদন নাকচ করেছেন ইসলামাবাদের আদালত।

ইসলামাবাদের হাইকোর্ট শুক্রবার (১৭ মার্চ) জানিয়েছে, ইমরান খানের বায়োম্যাট্রিক ভ্যারিফিকেশন তাদের কাছে নেই। তা ছাড়া এ বিষয়ে আদালত তাদের সিদ্ধান্ত আগেই জানিয়েছেন। একই বিষয় নিয়ে বারবার শুনানি করবেন না আদালত। খবর জিও নিউজের।

এ কারণে ইমরান খান শনিবার আদালতে হাজির হতে পারেন। বৃহস্পতিবার তার আইনজীবীরা আদালতে মুচলেকা দিয়ে বলেছেন, শনিবার আদালতে যাবেন ইমরান খান।

বৃহস্পতিবার ইমরান খানের বাড়ির সামনে শত শত সমর্থক জড়ো হয়ে তাকে গ্রেফতারে বাধা দেন।

এর আগে, গত বুধবার ইমরানকে গ্রেফতারের জন্য লাহোরের জামান পার্কে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল পুলিশ। পরে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

সমর্থকরাও ইটপাটকেল ছোড়েন। তবে ইমরানকে গ্রেফতার করার কোনো সুযোগ পুলিশকে দেননি সমর্থকরা।
 

-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft