শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

সায়েন্স ল্যাবে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৪
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১:২০ অপরাহ্ন

রাজধানীর সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়শা আক্তার আশা (২৭) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ জনে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন জানান, আশার শরীরে ৩৮ শতাংশ দগ্ধ ছিল। সঙ্গে শ্বাসনালিও ক্ষতিগ্রস্থ হয়েছিল। সকালে আইসিইউতে মারা যান তিনি।

মৃত আশার বড় বোন জান্নতুল ফেরদৌস জানান, তাদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার তারাপল্লা গ্রামে। বাবার নাম আমির হোসেন। বর্তমানে জিগাতলা ট্যানারি মোড়ে থাকতেন। শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইনস্যুরেন্সের অ্যাডমিনে কর্মরত ছিলেন আশা। ঘটনার সময় সে ওই ভবনের তৃতীয় তলায় অফিসে কাজ করছিলেন।

উল্লেখ্য, গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনে বিস্ফোরণে তিনজন মারা যান। আহত ও দগ্ধ হন অনেকেই।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সায়েন্স ল্যাবে বিস্ফোরণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft