প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই বছরের শিশু সহ তিন জন নিহত হয়েছে। নিহতরা সবাই অটোরিকশা আরোহী।
সোমবার সকাল সাড়ে ৭টায় বগুড়া-নন্দীগ্রাম আঞ্চলিক মহাসড়কের কুন্দার হাট বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), শিশু আব্দুল আলিম (২) এবং কলেজ শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২0)।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ স্টেশনের উপপরিদর্শক আবুল হাসানাত বলেন, 'গ্রামের রাস্তা থেকে ভ্যানগাড়ি নাটোর-বগুড়া সড়ক পার হচ্ছিল। এমন সময় নন্দীগ্রাম থেকে বগুড়াগামী অটোরিকশা এবং বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে শিশুসহ তিন জন নিহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।'
এই ঘটনায় পিকআপ ভ্যান চালকের সহকারীসহ তিন জন হাসপাতালে ভর্তি আছে।
জ/আ