শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

নাটোরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৩:১৪ অপরাহ্ন

নাটোরের বড়াইগ্রামে বাস ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংর্ঘষে পিকআপ চালক নিহত হয়েছে। 

এসময় পিকআপের হেলপার ও বাসের চালকসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১০মার্চ) সকালে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চালক আলমগীর হোসেন(৩০) সিরাজগঞ্জ জেলার জহুরুল হোসেনের ছেলে।

আহতরা হলেন, বাসের সুপারভাইজার লুৎফর রহমান, চালকের সহকারী রাকিবুল ইসলাম এবং পিকআপের যাত্রী মাছ ব্যবসায়ী স্বপন কুমার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে মাছবাহী একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। 

এসময় বড়াইগ্রাম থানার মোড় এলাকায় পিকআপটি পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলের পিকআপের চালকের মৃত্যু হয়। এসময় পিকআপের হেলপার ও বাস চালকসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft