প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৫:৪০ অপরাহ্ন

ওমরাহ পালন করতে স্বামীকে নিয়ে সৌদি আরব অবস্থান করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
স্বামীর সঙ্গে ছবি ফেসবুকে ছবি পোস্ট করে এমনটাই জানিয়েছেন তিনি।
ছবিতে দেখা গেছে তার স্বামী সাদা পোশাকে এবং মাহি বোরখা পরিহিত।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
ফেসবুকে মাহি লিখেন-'আলহামদুলিল্লাহ, এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে এক জীবনে'?
এ প্রসঙ্গে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, 'কয়েক মাস পর আমার সন্তান পৃথিবীতে আসবে। আমার ইচ্ছা ছিল সন্তান জন্মের আগে মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর মক্কা শরিফটা একবার দেখব। এ কারণে স্বামীকে নিয়ে ওমরাহ করতে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন'।