শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

১০১ টাকা মোহরানায় বাংলাদেশি ইমরানকে বিয়ে সেই ইন্দো তরুণীর
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৯:১১ অপরাহ্ন

প্রায় সাত বছর প্রেমের অবসান ঘটল আজ বুধবার (১ মার্চ)। পারিবারিকভাবে বিয়ে করেছেনপটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেন ও ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া। বৃহস্পতিবার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (১ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ১০১ টাকা দেনমোহরে নিকিকে বিয়ে করেন ইমরান। স্থানীয় মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম এই যুগলের বিয়ে পড়ান।

সাত বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়েছিল ইমরান ও নিকি উল ফিয়ার। পরিচয় গড়ায় প্রেম-ভালোবাসায়। সেই সূত্রে ২০১৭ সালে পটুয়াখালীর বাউফলে আসেন নিকি উল ফিয়া। তখন বিয়ের বয়স না হওয়ায় তাকে নিজ দেশে ফিরে যেতে হয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসেন নিকি। পরে ঢাকা থেকে লঞ্চে করে বুধবার (১ মার্চ) পটুয়াখালী পৌঁছান। এদিন দুপুরে তিনি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রোট আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমানের সামনে উপস্থিত হয়ে এভিডেভিটের মাধ্যমে বিয়ের সম্মতি দেন।  সেখানে আইনজীবীর সহযোগিতায় বিয়ের প্রাথমিক কাজ‌ সম্পন্ন করে চলে যান বাউফল।

এই প্রসঙ্গে ইন্দোনেশিয়ান তরুণী নিকি উল ফিয়া বলেন, ‘বাংলাদেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আজকের দিনের জন্য আমি খুব খুশি। আমি স্থায়ীভাবে বাংলাদেশে থাকতে চাই।’ 

বিয়ের পর সবার কাছে দাম্পত্য জীবনের জন্য দোয়া চেয়েছেন ইমরান।

উল্লেখ্য, পাত্র বাউফলের দেলোয়ার হোসেনের ছেলে ইমরান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আর নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft