প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৫ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোনো ধরনের ঘোষণা ছাড়াই হঠাৎ ইউক্রেন সফরে গেলেন।
নিরাপত্তাজনিত কারণে বাইডেনের এই সফরের কথা আগে ঘোষণা করা হয়নি।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এই প্রথম বাইডেন ইউক্রেন সফরে এলেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ইউক্রেন সফরে গেছেন বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর প্রথমবারের মতো দেশটি সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে আজকে জল্পনা উঠে, ইউক্রেনের রাজধানী কিয়েভে একজন বিশেষ গুরুত্বপূর্ণ অতিথি আসতে পারেন। ইউক্রেনের রাজনীতিবিদ লেসিয়া ভ্যাসিলেঙ্কো নিশ্চিত করেছে, ওই অতিথি হচ্ছেন বাইডেন।
এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে। দুই পক্ষের এতে বহু হতাহত হলেও যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
জ/আ