শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

৩ মাসে ঠান্ডাজনিত রোগে ১০৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
প্রকাশ: রোববার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৮ অপরাহ্ন

গত তিন মাসে ঠান্ডাজনিত রোগে ১০৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঠান্ডাজনিত রোগে গত ১৫ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে সারাদেশে ১০৯ জনের মৃত্যু হয়েছে। 

এরমধ্যে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনসে (এআরআই) ১০৬ জন এবং ডায়রিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৮৪ হাজার ৬০৯ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১০৬ জন। 

এছাড়া, শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হন চার লাখ ৫ হাজার ৩৩১ জন। যার মধ্যে মারা গেছেন তিন জন।

এছাড়া, এআরআইতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮৩ জন। আর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এক হাজার ৪৯৬ জন।

আইসিডিডিআরবির তথ্য বলছে, বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের নিচে প্রায় ২৪ হাজার ৩০০ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। সেই হিসাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ৬৭ জন, যার ৫২ শতাংশ শিশু কোনো চিকিৎসা না পেয়ে বাড়িতেই মারা যাচ্ছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  স্বাস্থ্য অধিদপ্তর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft