প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৫:৩৯ অপরাহ্ন

দেব-শুভশ্রীর প্রেম নিয়ে একটা সময় টালিউডে চর্চা কম হয়নি। ভাঙা সম্পর্কের স্মৃতি ভুলে নতুন করে জীবন সাজিয়েছেন দুজনেই। তবে শুভশ্রী প্রাক্তন প্রেমিক দেবের কাছে এই প্রশ্নটা রাখতে চান।
দেবের বিয়ে নিয়ে মাথাব্যথার শেষ নেই অনুরাগীদের! অন্যদিকে দেব কবে বিয়ে করছেন তা জানতে আগ্রহী খোদ প্রাক্তন শুভশ্রীও! না, গল্প নয় একদম সত্যি। দেবের সঙ্গে দেখা হলে এই প্রশ্ন করতে আগ্রহী রাজ ঘরণী। জি বাংলার টক শো ‘অপুর সংসার’ এ এসে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন ‘পরিণীতা’র নায়িকা। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখেই সংসার করছেন শুভশ্রী। ছেলে ইউভানকে নিয়ে দারুণ সময় কাটছে ‘রাজশ্রী’র। তবে একটা সময় টালি সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল টালিপাড়ার ওপেন সিক্রেট। প্রকাশ্যে কোনওদিন সম্পর্কের কথা সেভাবে স্বীকার না করলেও প্রেম ভাঙার পর সবটা পরিষ্কার হয়েছিল।
শুভশ্রীর মতোই দেবও এখন ব্যক্তিগত জীবনে অনেকটা পথ এগিয়ে গিয়েছেন, রুক্মিণীর সঙ্গে তার বিশেষ বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। সাত বছরের দীর্ঘ সম্পর্ক দুজনের। তবে চল্লিশ ছুঁইছুঁই দেব এখনও বিয়ের পিঁড়িতে বসবার কোনও আগ্রহই প্রকাশ করেননি। ‘অপুর সংসার’ এ শাশ্বত শুভশ্রীর কাছে জানতে চেয়েছিলেন পেজ থ্রি রিপোর্টার হলে দেবকে কী প্রশ্ন করবেন তিনি। নায়িকার চটপট জবাব ছিল, ‘বয়সটা কত হলো দেব? বিয়েটা কবে করছো?’ এমন কথা শুনে তো ‘বোলতি বন্ধ’ অপুদার।
এরপর হাসিমুখে দেবের কাছে আরও একটা প্রশ্ন রাখেন শুভশ্রী। ‘ধুমকেতুটা কি রিলিজ করছে?' প্রায় বছর পাঁচেক আগে সম্প্রচারিত অনুষ্ঠানে দেবের কাছে এই প্রশ্ন রেখেছিলেন শুভশ্রী, তখনও রাজের সঙ্গে সাত পাক ঘোরেননি নায়িকা। তবে তাদের প্রেমের চর্চা ডানা মেলেছিল টালিউডে। এই অনুষ্ঠানেই শুভশ্রী প্রকাশ্যে জানান, দেব-জিৎ নয়, রাজকে ‘ভীষণ হট লাগে’ তার।
দেব-শুভশ্রী জুটির সফর শুরু হয়েছিল ‘চ্যালেঞ্জ’ থেকে, তারপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’ একসঙ্গে রুপালি পর্দা কাঁপিয়েছেন তাঁরা। ব্রেক আপের পরেও প্রযোজক দেব তার প্রথম ছবির নায়িকা হিসাবে কাস্ট করেছিলেন শুভশ্রীকে, তবে সেই ছবি (ধূমকেতু) আজও বাক্স বন্দি হয়ে পড়ে রয়েছে। কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর বহুচর্চিত প্রেম? এই প্রশ্নের উত্তর অজানা তবে রুক্মিণীকে বিয়ের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দেব বলেছেন, 'এখন তো বিয়ে হওয়ার চেয়ে ভাঙছে বেশি! এই সময় ভাল থাকা, সুস্থ সম্পর্কে থাকাই আসল। আমি আর রুক্মিণী ভাল আছি'। দেব-রুক্মিণীর সম্পর্কে পূর্ণ সমর্থন রয়েছে দুই পরিবারেই। নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন তারা। এখন দেখবার কবে ‘প্রজাপতি’র আর্শীবাদ নিয়ে বিয়েটা বাস্তবে সেরে ফেলেন তারা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
-জ/অ