প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৫:২৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুব সমাজের উদ্যোগে লাউর ফতেহপুর টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ফতেহপুর হাই স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রগ্রহণ করেন সূর্য উদয়ন স্পোটিং ক্লাব ক্রিকেট একাদশ বনাম তৌহিদ সুপার কিংস ক্রিকেট একাদশ। প্যানেল চেয়ারম্যান আবু নছরের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ব্যারিস্টার জাকির আহাম্মদ। খেলার শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমিন, ইউপি সদস্য মোঃ এমদাদুল হক ইদন, সৌদিআরব প্রবাসী মোঃ মাছুম খন্দকার ও মোঃ ইয়ার হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহিন আহম্মেদ, জসিম উদ্দিন, মিজানুর রহমান ও মোখলেছুর রহমান, শাহরিয়ার আনিছ, মোঃ জিকরিয়া, মোঃ নাছির মিয়া প্রমুখ।