প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৫:২৭ অপরাহ্ন

স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে, প্রাণের কথা প্রাণে এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ লাউর ফতেহপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উক্ত ব্যাচের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও কেক কাটা শেষে অত্র প্রতিষ্ঠানের সামনে রাস্তায় এক বণাঢ্য শোভাযাত্রা শেষে বিদ্যালয়ে এসে গান, কবিতা ও নৃত্যে পরিবেশনের মাধ্যমে মিলনমেলা এক উৎসব মেলায় পরিণত হয়।
সহকারি শিক্ষক মোঃ রিপন এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক আল আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন সাদেক।
বিশেষ অতিথি ছিলেন-লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ ইকবাল হোসেন, সহকারি প্রধান শিক্ষক মোঃ শরিফুল হোসেন ও মিজানুর রহমান, সমাজ সেবক হাজী নুরুল ইসলাম, আনিছুজ্জামান রাজ, মোঃ মোরশেদ মিয়া, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ কামাল সহ আরো বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনভর নানা আয়োজনে মিলনমেলায় শিক্ষার্থীরা পুরো বিদ্যালয় ক্যাম্পাসটিকে মুখরিত করে রাখেন।