শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

এবার কোরআন পোড়ানো হলো ডেনমার্কে
প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ১০:০১ পূর্বাহ্ন

সুইডেনে দক্ষিণ পন্থী চরমপন্থিদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা ও সমালোচনায় মুখর মুসলিম বিশ্ব। এরইমধ্যে ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের কাছে একটি মসজিদের সামনে এবং দেশটিতে তুর্কি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, কোপেনহেগেনে পবিত্র কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত ছিলেন রাসমাস পালুদান নামে এক ব্যক্তি। তিনি ডেনমার্কের একটি কট্টর-ডান রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।

গত ২১ জানুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়। পালুদান সুইডেন ও ডেনমার্কের যৌথ নাগরিক।

গত বছরের এপ্রিলে পবিত্র রমজান মাসে বিভিন্ন স্থানে ঘুরে পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণা দেন পালুদান। তার এই ঘোষণায় সুইডেন জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। 

সেই ঘোষণা অনুযায়ী তিনি প্রথমে সুইডেনে, পরে ডেনমার্কে এই অপরাধ করেন। এদিকে, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া শুরু করেছে সুইডেন। তবে এই উদ্যোগ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। 

এর আগে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে তুরস্ক। এছাড়া বাংলাদেশ, সৌদি আরব, জর্ডান ও কুয়েতের মতো কয়েকটি মুসলিম দেশও সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কোরআন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft