শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

প্রেম করে বিয়ে, ৬ মাস পর আত্মহত্যা
প্রকাশ: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ন

চট্টগ্রামে  স্ত্রীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। তার নাম মোহাম্মদ তানজিরুল ইসলাম তামিম (২৬)। 

বৃহস্পতিবার রাত ১টার সময় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাদামবিবিরহাটের নেভি রোডের আমতলার চৌধুরী কলোনিতে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহত তামিম সন্দ্বীপ থানার মাইটভাঙা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পেলিশ্যার বাজার এলাকার আব্দুল বাতেনের বাড়ির মো. দেলোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা জায়, তামিম পেশায় একজন গাড়িচালকের সহকারী। গত ৬ মাস পূর্বে সে গাইবান্ধার এক মহিলাকে ভালোবেসে বিয়ে করে মাদামবিবিরহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

বৃহস্পতিবার রাতে ভাত খেতে বসে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে মনোমালিন্য হলে রান্না ঘরের দরজা বন্ধ করে ঘরের বিমের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাত তিনটার দিকে সীতাকুণ্ড থানার এসআই সামিউলের নেতৃত্ব পুলিশ লাশটি উদ্ধার করে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, মাদামবিবিরহাট এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।

লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft