মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 

চলনবিলে হলুদ ফুলে কৃষকের স্বপ্ন
মো. লিটন হোসেন লিমন ,নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ ডিসেম্বর, ২০২২, ৪:৫০ অপরাহ্ন

সবুজ পাতার ফাকে মাথা উচু করে ডাকছে হলুদ পাপড়ি। যেন চির সবুজের বুকে কাঁচা হলুদের আলপনা আঁকা। মাঠে মাঠে কাঁচা হলুদ ফুলে মৌ মৌ গন্ধ। সেই গন্ধে মৌমাছির দল ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত। নাটোরের চলনবিলের বিস্তীর্ণ সরিষা ফুলে অপরূপ রূপে সেজেছে পুরো মাঠ। 

নাটোর কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, নাটোর জেলায় সরিষা আবাদে লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৫৩০ হেক্টর, চাষ হয়েছে ৮ হাজার ৮৮৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৬৬০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। 

যার মধ্য জেলার সিংড়ায় উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৪২৩৫ হেক্টর, আবাদ হয়েছে ৪৫০০ হেক্টর, নলডাঙ্গা উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৫২০ হেক্টর, আবাদ হয়েছে ৪৮০ হেক্টর, সদর উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ১১২০, আবাদ হয়েছে ১১৫০ হেক্টর, গুরুদাসপুর উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৫৭০, আবাদ হয়েছে ৮৫০ হেক্টর, বড়াইগ্রাম উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৯৯০ হেক্টর, আবাদ হয়েছে ৯০০ হেক্টর, বাগাতিপাড়া  উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৩৯০, আবাদ হয়েছে ৪৯০ হেক্টর এবং লালপুর উপজেলায় ৪০০, লক্ষ্যমাত্রা ছিল ৫১৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে।

চলনবিলের কৃষক মো.জয়নাল ব্যাপারী  জানান, এ বছর তিনি ৩ বিঘা জমিকে সরিষার আবাদ করেছেন। প্রায় সব জমিতে এ বছর প্রচুর ফুলে এসেছে।  তিনি আশা করছেন এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার ফলন বেশ ভালো হবে। অন্য বছরের তুলনায় এ বছর সরিষার দাম বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

রহিম উদ্দিন নামে আরেক কৃষক বলেন, সরিষা গাছে এ বছর প্রচুর পরিমানে ফুল এসেছে। এতে করে ফলন ভালো হবে বলে আশা করছি। এখন পর্যন্ত জমিতে কোন পোকার দেখা নেই।

 যদি পোকা আক্রামণ করে তাহলে ফলন কমে যাবে। গত বছর তিনি ৪ বিঘা জমিতে সরিষার আবাদ করে তেমন ফলনের মুখ দেখতে পায়নি। এ বছর সরিষার বাম্পার ফলন হবে বলে তিনি জানান। 

হাবিবুর রহমান নামে সরিষা চাষী বলেন, আমি এ বছর ৫ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। মোটামোটি সরিষার ফুল ভাল এসেছে। ফলনও বেশ ভাল হবে আশা করছি। 

বর্তমানে ব্রীজ ও সারের দাম বেশি থাকায় চাষ করতে বাড়তি খরচ হচ্ছে। যদি সরকার সরিষার দামটা নির্ধারণ করে দেয় তাহলে আমরা কৃষকরা ন্যার্য্য মূল্য পাবো।

নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ  জানান, গত বছরের তুলনায় এ বছর নাটোর জেলায় সরিষার আবাদ বেশি হয়েছে। 

আবহাওয়া অনুকূলে রয়েছে আশা করছি, সরিষার ফলন বেশ ভালো হবে। কৃষকরা সরিষার দাম ভালো পাচ্ছে। সরিষা চাষে কৃষকদের প্রতিনিয়তই কৃষি বিভাগ থেকে পরামর্শ প্রদান করা হচ্ছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft