প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৪:০২ অপরাহ্ন

সিরাজগঞ্জের কামারখন্দে ১৮২ পিচ ইয়াবাসহ একজন মাদক-কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার রাতে কামারখন্দের ভদ্রঘাট বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী সিরাজগঞ্জের সদর উপজেলার বিলগজারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কাওছার আলী শেখ (২১)।
বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার লেফটেন্যান্ট মো: আবুল হাশেম সবুজ।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক-কারবারিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক-কারবারি জানায়, দীর্ঘদিন যাবত আইনপ্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্নস্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।