মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ২:৩৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় শিল্পী আক্তার সাজু নামে এক অসহায় স্ত্রী স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়াতনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

 ঢাকার কলাবাগানের বাসিন্দা মো: মোস্তফা রহমানের মেয়ে শিল্পী লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ২০২০ সালের আগস্ট মাসে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পৌর এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ আব্দুল সাত্তারের সাথে ইসলাম ধর্ম অনুযায়ী বিবাহ হয় তার।

 বিয়ের কিছুদিন তাদের সংসার ভাল ভাবেই কাটছিল। বিয়ের শুরু থেকেই তিনি বাবার বাড়িতে থাকতেন। সে সময় থেকেই তার স্বামী বিভিন্ন প্রলোভনে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়।

 টাকা দিতে না চাইলে তার উপর অমানবিক নির্যাতনও করা হতো। নির্যাতনের কারনে তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। বিয়ের পর তার স্বামীর শ্বশুর বাড়িতে আনুষ্ঠানিকভাবে নিয়ে যাওয়ার কথা বলেলেও  কিন্তু কিছুদিন পর থেকে সে ভরনপোষণ বন্ধ দেয়। 

পরে তিনি জানতে পারেন তার স্বামী আগে আরো তিনটি বিয়ে করেছে। এখন ভরনপোষন না পাওয়ায় তিনি কষ্টে দিনপাতি করছেন।  

তিনি আরো বলেন, বিষয়টির বিচার চেয়ে তার স্বামীর ছোট ভাই সম্প্রতি জেলা পরিষদের নির্বাচিত সদস্য নাসির উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে দারস্থ হলেও কোন বিচার পান নি। 

উল্টো স্বামী তাকে খুনজখমের হুমকিসহ যেকোন সময় তালাক প্রদান করবে বলে হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে গত ৪ নভেম্বর তিনি নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরীসহ আদালতে একটি মামলা করেছেন। তিনি স্বামীর অধিকার ফিরে পেতে সকলের সহযোগীতা কামনা করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft