শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

শ্রীমঙ্গলে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৩০টি স্টলে সেবা প্রদান
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ২:১৩ অপরাহ্ন

শ্রীমঙ্গলে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মেলা বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন মৌলভীবাজার- ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরপদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব।

এছাড়াও  মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলা ভূমি অফিস, কৃষি অফিস, শ্রীমঙ্গল থানা পুলিশ,পল্লী বিদ্যুৎ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রকৌশলী অফিস, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অফিস সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের ৩০টি স্টল অংশগ্রহন করেন।

 মেলার প্রতিটি স্টল থেকে সাধারণ নাগরিককে সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি আলোচনা সভা শেষে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft