মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ ৪ ভাদ্র ১৪৩২
 

২ টি ওয়ান শুটারগানসহ আটক ১
মোঃ নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১:১৫ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াষ্ট্যান্ড এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মোঃ সাদেকুল ইসলাম নামে ১জনকে অস্ত্রসহ আটক করেছে।

 সোমবার রাত ১১টার দিকে জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে আটককৃত ব্যক্তির কাছ থেকে ২টি ওয়ান শুটার গান উদ্ধার করে। আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বুলোনপুর গ্রামের মৃত কান্তু মিয়ার ছেলে। 

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল সোমবার রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড সংলগ্ন জনৈক জিকেন ডাক্তারের ধানের চাতালের গেইটের সামনে অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft