শুক্রবার ১৫ আগস্ট ২০২৫ ৩১ শ্রাবণ ১৪৩২
 

ঘোড়াঘাটে শিক্ষার্থীদের সাথে এএসপির সচেতনতামূলক আলোচনা সভা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২, ১০:১৩ অপরাহ্ন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলর সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলামের সাথে স্কুল শিক্ষার্থীদের এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগষ্ট) দুপুরে ঘোড়াঘাট আর.সি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এএসপি বলেন, বাল্য বিয়ে থেকে বিরত থাকতে হবে। 

কোথাও বাল্য বিয়ে হলে সংশ্লিষ্ট থানা অথবা ৯৯৯ নম্বরে জানালে পুলিশ চলে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সর্তকতার সাথে ব্যবহার করতে হবে। ফেসবুকে অহেতুক শেয়ার কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যত তাই তোমারদেরকে দেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। 

বর্তমানে দেশ এগিয়ে যাচ্ছে! ইন্টারনেট যেমন দেশকে এগিয়ে নিয়েছে, ঠিক তেমনি এর অপব্যবহারে শিক্ষার্থীরা বিপদজ্জনক হয়ে উঠেছে। সেকারণে ইন্টারনেট ব্যবহারে ভালো ও শিক্ষনীয় দিকগুলো গ্রহণ করে খারাপ দিক গুলো বর্জন করতে হবে। 

ইভটিজিং অথবা যে কোন সমস্যায় পড়লে  আমার অথবা ওসির মোবাইল নম্বরে জানাতে পারেন, আমরা দ্রুত এর ব্যবস্থা নেব। সকলকে সর্তক করে দিয়ে তিনি আরও বলেন, দালালদের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। 

থানায় সেবা গ্রহণ করতে যেয়ে যেন দালালদের খপ্পরে অথবা সহযোগীতা না নেওয়া হয়। এ সময় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর বখত রিমন সহ অনেকে উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft