প্রকাশ: রোববার, ২৬ জুন, ২০২২, ১২:২৭ অপরাহ্ন

ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে জাতীয় দলের খেলায় আগ্রহ হারাচ্ছেন। যে কারণে আইপিএলের জন্য আন্তর্জাতিক অনেক সিরিজ বাধার মুখে পড়ছে। এ খবর সবার জানা।
এরই মধ্যে ৮ থেকে ১০ দলে উন্নীত হওয়ায় আইপিএলে খেলার সংখ্যা বেড়েছে। যে কারণে দেশের খেলায় ক্রিকেটারদের পাওয়া আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সদ্যই আইপিএলের সম্প্রচার সত্ত্বের নিলামে বিশাল ঝড় তুলেছিল বিসিসিআই। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ৫ বছরের আইপিএল সম্প্রচারের জন্য ৫০ হাজার কোটিরও বেশি টাকা খরচ করতে হচ্ছে কোম্পানিগুলোকে। আইপিএলের এক ম্যাচ সম্প্রচারের জন্য খরচ করতে হচ্ছে ১১০ কোটি টাকারও বেশি। এরফলে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলা হয়ে গেলো আইপিএলের ম্যাচ। খবর ক্রিকইনফোর।
এদিকে সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ জানিয়েছেন, ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে আইপিএলে ম্যাচ আরও বাড়ানো হবে। এমনটি হলে আইপিএলকে বাড়তি উইন্ডো দিতে হবে আইসিসিকে।
আর এমন খবরে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
পরবর্তী আইসিসি আলোচনাসভায় এ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন রমিজ।
শুক্রবার লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান ক্ষোভ ঝেড়ে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আইপিএলের উইন্ডো বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি। আইসিসির কনফারেন্সে এ বিষয়ে আমি নিজের মতামত রাখব। আমার কথাটা খুবই সহজ ও স্পষ্ট। বিশ্ব ক্রিকেটে যদি এমন কোনো ঘটনা বা বদল ঘটে, যার জেরে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়, তা হলে তার বিরুদ্ধে আমরা আইসিসির কাছে কড়াভাবে নিজেদের মতামত রাখব এবং সেই বদলকে চ্যালেঞ্জ জানাব।’
রমিজ রাজা মনে করছেন, আইপিএলকে যদি আড়াই মাসের আলাদা উইন্ডো দেওয়া হয় অন্যান্য বোর্ডগুলো তবে ক্ষতির শিকার হবে। ‘বিশ্ব ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছে আইসিসি। তারা যদি আড়াই মাস আইপিএলকে দেয়, তার মানে অন্য কেউ বঞ্চিত হবে। আমরা বঞ্চিত হবো।’
-জ/অ