প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ ১৬ কারখানা, এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে শ্রমিকরা শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছেন।
আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার কালিয়াকৈর চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশ ধরে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ওই ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত ৪০ হাজার শ্রমিক।
মো. হাবিব নামে কারখানায় কর্মরত এক ব্যক্তি বলেন, কারখানার ৪০ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক আজ বেকার। আমরা কোথায় গিয়ে দাঁড়াব। তাই সরকারের কাছে অনুরোধ করছি তারা যেন আমাদের কর্মে জায়গা খুলে দেন। আমরা কাজ করতে চাই এই দাবি নিয়ে আজ মানববন্ধনে দাঁড়িয়েছি।
জানা যায়, চন্দ্রা-নবীনগর সড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট ভাগ করে কয়েকজন টিম লিডারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বেই আজ সকাল থেকে এই কর্মসূচি পালন করা হয়। তবে এই কর্মসূচিকে ঘিরে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক ছিলেন।
আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছেন। প্রায় ৯-১০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন হচ্ছে। তারা মহাসড়কের পাশে অবস্থান করছেন। ফলে যানবাহন চলাচলের কোন বিঘ্ন সৃষ্টি হয়নি।