কাপাসিয়ায় ছাত্র-জনতার উপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ১:৪৪ অপরাহ্ন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ ইমরান (২৭), পিতা- সাফির উদ্দিন, সাং- সনমানিয়া) তিনি আওয়ামী যুবলীগের ৭নং ওয়ার্ড শাখার সভাপতি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান, যুবলীগ নেতা মো: ইমরানের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার মামলা রয়েছে মামলা নং-০১(৯)২৪। আজ রোববার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হবে।