বুধবার ৮ জানুয়ারি ২০২৫ ২৪ পৌষ ১৪৩১
 

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ    শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল    প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক     বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া    খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতি, নিরাপত্তা জোরদার    কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা    পরিবারসহ নাফিজ সারাফতের ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ   
বাউফলে দুর্ধর্ষ ডাকাতি, ব্যাবসায়ীকে অপহরণ
বাউফল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৩:৪০ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ডাকাতি শেষে প্রতিষ্ঠানের মালিক স্থানীয় ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) অপহরণ করেছে। ডাকাতি ও অপহরণের পুরো ভিডিও ধরা পরে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায়।

গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকার কানু প্রিয় ভান্ডার নামক প্রতিষ্ঠানে ওই ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন।

প্রতিষ্ঠানের কর্মচারী ও ব্যবসায়ীর স্বজনরা জানান, সমিতির নিয়মানুযায়ী শুক্রবার মার্চেন্ট পট্টি এলাকায় জুম্মার নামাজের পরে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তাই রাতে বিভিন্ন খুচরা বাজারের আদায়কৃত টাকার হিসাব ও ট্রাকযোগে আসা মালামাল গোছানোর জন্য শিবানন্দ রায় বনিক এবং তার কর্মচারী সংকর দাস ও তাপস প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।

রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে হঠাৎ প্রতিষ্ঠানের সামনের দরজা দিয়ে প্রায় ৭-৮ জনের একটি ডাকাত দল প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা দোকানের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। সেইসাথে তাদের তিনজনকেই অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। ডাকাত দলের সবাই কিশোর ও তরুণ বয়সী ছিলো।

ডাকাতদের বয়স আনুমানিক ১৭ থেকে ২৫ বছর। তারা সবাই মানকি টুপি ও লাল রঙের জ্যাকেট পরা ছিলো। আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেন। পরে কর্মচারী দুজনকে বেঁধে রেখে প্রতিষ্ঠানের পেছনের দরজা দিয়ে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে নদীপথে অপহরণ করে নিয়ে যায় তারা।

অপহৃত শিবানন্দ রায় বনিকের ভাই সনজিত রায় বনিক অভিযোগ করেন, তাদের প্রতিষ্ঠানের ২০০ মিটার সংলগ্ন কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ি। ঘটনা জানার সাথে সাথে তারা সাহায্য চাইলেও নৌ-ফাঁড়ির পুলিশ সহযোগিতা করেনি। নৌ পুলিশ জানার সাথে সাথে নদীতে অভিযান করলে, ব্যবসায়ী শিবানন্দকে উদ্ধার কাজ সম্ভব হতে পারতো বলে ধারণা করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাউফল থানার ওসি মো. কামাল হোসেন। তিনি বলেন, ঘটনা জানার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। যেহেতু তাকে অপহরণ করে নদীপথে নিয়ে যাওয়া হয়েছে, তাই আমরা নদীতে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft