বুধবার ৮ জানুয়ারি ২০২৫ ২৪ পৌষ ১৪৩১
 

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ    শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল    প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক     বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া    খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতি, নিরাপত্তা জোরদার    কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা    পরিবারসহ নাফিজ সারাফতের ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ   
বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ন

বাউফল প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে উক্ত শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির ১৩ সদস্যবিশিষ্ট নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ডু।

এর আগে গত ৩০ ডিসেম্বর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

নির্বাচনে সভাপতি হিসেবে নিবার্চিত হয়েছেন মো. জলিলুর রহমান (আমার দেশ), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মো. জসিম উদ্দিন (মানবকণ্ঠ), যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মো. মনিরুজ্জামান হিরোন (সকালের সময়)। 

বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিতরা হলেন- সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন ( গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের আলো), নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), উত্তম কুমার (বিজয় টিভি), মু: মনজুর মোর্শেদ (নিউ নেশন), কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ), মোঃ. আবু সুফিয়ান (সংগ্রাম) এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), কামরুল হাসান (যায়যায় দিন)। শপথ ও অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কামরুজ্জামান বাচ্চু।

এ সময় বক্তব্য রাখেন- বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. নূরনবী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. অলিউর রহমান, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও রিপোর্টারস ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহান প্রমুখ। 

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ সবুজ ও দুমকি প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft