বুধবার ৮ জানুয়ারি ২০২৫ ২৪ পৌষ ১৪৩১
 

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ    শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল    প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক     বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া    খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতি, নিরাপত্তা জোরদার    কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা    পরিবারসহ নাফিজ সারাফতের ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ   
রাজবাড়ীতে সাবেক চেয়ারম্যানের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন

রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের বাণীবহ গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়ীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে দেড়টার দিকে জেলার সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম বাবলু এর বাড়ীতে এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খারার খেয়ে। বাড়ীর সবাই বাইরের কলাপসিবল গেটে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ১টার দিকে কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে পড়ে ১৫/২০ জনের ডাকাত দল। তারা বাড়ীতে থাকা একমাত্র পুরুষ সদস্য বাণীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম বাবলুকে বেঁধে ফেলে। এবং পাশের ঘরে থাকা পুত্রবধু ও নাতি-নাতনিকে জিম্মি করে ৪টি রুমের ওয়ারড্রপ, আলমারি, ডেসিনটেবিলসহ আসবাবপত্র ভেঙ্গে ব্যবসায়ীক কাজের জন্য ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা ও ২০/২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

এসময় তাদেকে বাধা দিতে গেলে শেখ গোলাম বাবলু এর স্ত্রী মোছাঃ ঋর্ণা বেগমকে মারধর করে। 

মোছাঃ ঝর্ণা বেগম জানান, আমরা রাতের খাবার থেয়ে ঘুমিয়ে পড়লে আনুষ্ঠানিক ১টার দিকে ঘরের প্রধান গেট ভাঙার শব্দ শুনতে পেয়ে ঘরের দরজা খুলতেই আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ফেলে। এসময় তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এবং পাশের ঘরে থাকা পুত্রবধূ ও নাতি-নাতনিদেরকেও জিম্মি করে। তারা বলতে থাকে কোনপ্রকার শব্দ করলে শিশু নাতিকে মেরে ফেলবে। এই ভয়ে আমরা কোন শব্দ করিনি। সকলকে জিম্মি করে ঘরের আসবাবপত্র ভেঙে ব্যবসায়ীক কাজের জন্য রাখা ৪ লাখ নগদ টাকা ও ২০/২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

এ ডাকাতির বিষয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে পুলিশ ফোর্স পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft