বান্দরবানে শান্তিশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসীদের কর্মকান্ড বন্ধের দাবি নিয়ে শোভাযাত্রা
প্রকাশ: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৭:০৭ অপরাহ্ন
পার্বত্য জেলা বান্দরবানে শান্তিশৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাসীদের কর্মকান্ড বন্ধের দাবি নিয়ে শোভাযাত্রা, পথনাটক ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সম্প্রীতির মিছিলে বান্দরবান এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান রাজার মাঠ থেকে জেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি বাঙ্গালী সম্প্রদায়ের বিভিন্ন জনসাধারণ অংশগ্রহণ করে এক শোভাযাত্রায়।পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।
পরে প্রেসক্লাবের সামনে এক পথ নাটক অনুষ্ঠিত হয়।পথ নাটকে পার্বত্য জেলা বান্দরবানের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি দুর্গম এলাকাগুলোতে সন্ত্রাসীদের কর্মকান্ড আর এর প্রভাবে পর্যটনে ক্ষতির চিত্রগুলো সুন্দরভাবে তুলে ধরেন নাট্যকর্মীরা।এসময় নাট্যকর্মীরা পাহাড়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলের সহবস্থান নিশ্চিত করার প্রতি জোর দেন।
পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় আর সমাবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা, ত্রিপুরা,ম্রো,বম,খুমী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন মসজিদের ইমাম, বৌদ্ধ বিহারের ভিক্ষু এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন। এবং পার্বত্য এলাকার উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি পাহাড় থেকে সকল সন্ত্রাসীদের নির্মূল ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের গতি বৃদ্ধির আহবান জানান।
এসময় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, পার্বত্য জেলা বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট নামে একটি সশস্ত্র সংগঠন যেভাবে সশস্ত্র কর্মকান্ড চালিয়ে যাচ্ছে সেজন্য পর্যটনখাতসহ সকল উন্নয়নখাতে এর বিরুপ প্রভাব পড়ছে।
বক্তারা আরো বলেন, সামান্য কয়েকজন বিপদগামী যুবকেরা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে এখানে তাদের সদস্য সংখ্যা অতি নগন্য, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলের প্রতিরোধ গড়ে তোলা এখনই দরকার।
এসময় সমাবেশে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি তনয়া ম্রো, শিক্ষাবীদ ক্যশৈপ্রু খোকা, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা, বম সোশ্যাল কাউন্সিলরের সভাপতি লাল মুন থাং বমসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ প্রমুখ।
একই দিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।