বুধবার ৮ জানুয়ারি ২০২৫ ২৪ পৌষ ১৪৩১
 

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ    শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল    প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক     বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া    খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রস্তুতি, নিরাপত্তা জোরদার    কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা    পরিবারসহ নাফিজ সারাফতের ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ   
রায়পুরে ইউএনও বদলি, পাল্টাপাল্টি মানববন্ধন ও সড়ক অবরোধ
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে টানা তিন ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছে রায়পুর উপজেলার ছাত্রদল ও ছাত্র /ছাত্রীরা। গতকাল রোববার (২৯ ডিসেম্বর) বেলা এগারোটায় জেলার রায়পুর উপজেলা শহরে এক প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীদের ব্যানারে। 

শহরের শহীদ ওসমান চত্বর এলাকায় এই অবরোধ সমাবেশটি শুরু করে দীর্ঘ তিন কিলোমিটার যানজটের দুর্ভোগ সৃষ্টি করে। 

জানা যায়, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খাঁনকে সম্প্রতি বদলি করা হয়। তাকে তার দায়িত্বে পুনর্বহাল করার দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলন চালাকালীন সময়ের ১২টা ৫০ মিনিটে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান। তার উপস্থিতিতে শিক্ষার্থীরা জানায়, নির্বাহী কর্মকর্তা ইমরান খাঁনকে পুনর্বহাল করতে হবে। বদলি করা যাবে না এবং বদলির সাথে জড়িত শিক্ষার্থীদের আইনের আওতায় আনতে হবে।

শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে শাহেদ আরমান বলেন, আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো। শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি।

তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আবদুল মোতালেব জানায়, সাধারণ ছাত্র-জনতার ব্যানারে কারা এই অবরোধ সমাবেশ করেছে সে বিষয়ে আমরা অবগত নই।

ছাত্ররা আরও বলেন, সড়ক অবরোধ করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। তারা কয়েকজন ছাত্র প্রতিনিধিকে ভুল বুঝিয়ে সেখানে নিয়ে গিয়েছে। বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায়, সড়ক অবরোধ কর্মসূচিতে সরাসরি উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহফুজুর রহমান হৃদয়। 

এ বিষয়ে হৃদয় বলেন, যৌক্তিক দাবী নিয়ে আমরা দাঁড়িয়েছি সড়কে। সাধারণ ছাত্ররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খাঁন বলেন, বদলির আদেশ পেয়েছি। শিক্ষার্থীদের সড়ক অবরোধের বিষয়টি শুনেছি। 

এর আগে গত ১৫ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একই ইস্যুতে পাল্টাপাল্টি মানববন্ধন করে শিক্ষার্থীরা। সেদিন স্মারকলিপি প্রদান করে উভয়পক্ষের শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, তিন কিলোমিটার যানজটের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানকে পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে প্রশাসন। অবরোধ কর্মসূচিটি আসলে কারা করেছে সেটিও খতিয়ে দেখা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft