মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ ২২ পৌষ ১৪৩১
 

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’    অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ    দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ    বাংলাদেশ প্রসঙ্গে সুর পাল্টালেন মমতা    মিরপুরে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট    ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক    বেশ কয়েকজন বিচারপতির অনিয়ম পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ হাইকোর্টের   
শ্রীপুরে দুই মাথা বিশিষ্ট ব্যতিক্রমী শিশুর জন্ম
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৯:২৯ অপরাহ্ন

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরচৌগাছি গ্রামের এক হতদরিদ্র পরিবারের গৃহবধূ মিতা বেগম। মনে তাঁর অনেক আশা ছিল তিন কন্যা সন্তানের পর এবার তিনি পুত্র সন্তানের মুখ দেখবেন। কিন্ত বিধি হলো বাম। 

গতকাল শুক্রবার রাত ১টার দিকে তাঁর গর্ভ থেকে জন্ম নিয়েছে একটি মাত্র পেট, দুই প্রান্তে দুইটি মাথা, তিনটি পা, একটি পুরুষাঙ্গ ও চারটি হাত বিশিষ্ট ব্যতিক্রমী এক পুত্র সন্তান। শিশুটিকে একনজর দেখতে গভীর রাত থেকেই ওই বাড়িতে শতশত লোক ভীড় জমাচ্ছেন। 

গৃহবধূ মিতা বেগম ওই গ্রামের দিনমজুর হানিফ আলী খানের স্ত্রী।

গৃহবধূ মিতা বেগম ও হানিফ আলী খাঁন জানান, তাঁরা অত্যন্ত গরীব মানুষ। রাজমিস্ত্রির কাজ করে তাদের সংসার চলে। তিনটি কন্যা সন্তানের পর এবার তাঁরা একটি পুত্র সন্তানের আশায় গর্ভে নতুন করে সন্তান ধারণ করেছিলেন। দীর্ঘ নয়টি মাস অতিক্রম করতেই শুক্রবার সন্ধ্যা থেকেই প্রসব বেদনা শুরু হয় মিতা বেগমের। পরিবারে চরম আর্থিক অনটনের কারণে ডাক্তার দেখানোর সৌভাগ্য তাদের জোটেনি। রাত ১টা বাঁজতে না বাঁজতেই নিজ জীর্ণ কুঠিরেই স্বাভাবিক নিয়মেই গৃহবধূর গর্ভ থেকে জন্ম নেয় এক অদ্ভূদ  শিশু। শিশুটিকে এক নজর দেখার পরই অসুস্থ্য গর্ভধারিণী মা মিতা বেগম মূর্ছা যায়। 

শিশুটি স্বাভাবিক শিশুর ন্যায় মাথা, মুখ, চোখ, কান, হাত, পা, পুরুষাঙ্গ সঠিক থাকলেও শিশুটির দেহের গঠন ও আকৃতির মধ্যে বেশ পার্থক্য রয়েছে। শিশুটির একটি মাত্র পেট, দুই প্রান্তে দুইটি মাথা, তিনটি পা, চারটি হাত, একটি পুরুষাঙ্গ, দুইটি মাথায় চারটি কান, চারটি চোখ, দুইটি গাল ও একটি নাভী বিশিষ্ট ব্যতিক্রমধর্মী শিশুটির আকৃতি। 

ব্যতিক্রমধর্মী এই শিশুটিকে দেখতে ওই বাড়িতে অসংখ্য লোক ভীড় জমাচ্ছেন। প্রাথমিক পর্যায়ে শিশুটিকে ও তার মাকে চিকিৎসা ও খাবার সরবরাহের তেমন কোন সামর্থ না থাকায় পরিবারের লোকজন মা ও সন্তান উভয়কে নিয়েই চরম দুঃচিন্তার মধ্যে রয়েছেন। পরে স্থানীয় লোকজনদের সহযোগিতায় ওইদিন বিকেলেই শিশু ও শিশুর মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকলেও শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শিশু হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এবিষয়ে শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল হাই জানান, শিশুটির অন্য অঙ্গ-প্রত্যঙ্গ সচল থাকলেও তার মলদ্বার খুজে পাওয়া যায়নি। তবে, শিশুটি আপাতত সুস্থ্য আছে এবং তাকে শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft