মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ ২২ পৌষ ১৪৩১
 

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’    অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ    দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ    বাংলাদেশ প্রসঙ্গে সুর পাল্টালেন মমতা    মিরপুরে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট    ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক    বেশ কয়েকজন বিচারপতির অনিয়ম পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ হাইকোর্টের   
সমালোচনার কড়া জবাব দিলেন জেফার
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৮:৫২ অপরাহ্ন

গানের মাধ্যমেই শোবিজে পরিচিতি জেফার রহমানের। তবে গানের পাশাপাশি মডেলিং, উপস্থাপনা এমনকি অভিনয়েও নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন এই গায়িকা। বর্তমানে জেফারের ফ্যাশন স্টেটমেন্টে পরিবর্তন আসলেও একটা সময় সাজ-পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়েন। সম্প্রতি কনসার্টে নেচে তুমুল সমালোচনায় পড়েছেন জেফার। সামাজিক যোগাযোগমাধ্যমে জেফারের সেই সময়ের কিছু পারফরম্যান্স ছড়িয়ে পড়তেই আবারও শুরু হয় নেটিজেনদের সমালোচনা।


বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন জেফার। তিনি বলেন, সমালোচনা থাকবেই। আমরা যেহেতু পাবলিক ফিগার, কিন্তু আমার কাছে মনে হয় যে- আমি অনেকদিন ধরে কাজ করছি। আমাকে একজন মিউজিশিয়ান হিসেবে অনেকদিন ধরেই দেখছেন। যারা আমাকে চেনেন আমি কে, কি রকম গান করি- তারা জানেন। সমালোচনা আসলে আমাকে টানে না।


জেফার বলেন, আমি আসলে ইউটিউব থেকে উঠে এসেছি, ইংলিশ গান করতাম। আমার খালি গলায় অনেক গান রয়েছে। সেগুলো ইউটিউবে আছে, আমার কাছে আছে, আপনাদের কাছেও আছে।


লিপসিং প্রসঙ্গে এই সঙ্গীত শিল্পী বলেন, আমি যেহেতু একজন পপ আর্টিস্ট, আমাদের লাইভ এবং ট্র্যাক মিক্স করেই পারফর্ম করতে হয়; কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবেই চেনে। ব্যাপারটা এমন নয় যে আমি গাচ্ছি না। আমি গাচ্ছি, আমার ট্র্যাকও আছে, আমার লাইভ ব্যান্ডও আছে। এটা মানুষদের বোঝা উচিৎ আমি মনে করি।


জেফার আরও বলেন, তালি দেওয়া উচিৎ, আমি লিপসিং করেই এতদূর এসেছি- তাই না?

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft