মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫ ২২ পৌষ ১৪৩১
 

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’    অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ    দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ    বাংলাদেশ প্রসঙ্গে সুর পাল্টালেন মমতা    মিরপুরে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট    ফ্ল্যাট বিতর্কে পদত্যাগের চাপে টিউলিপ সিদ্দিক    বেশ কয়েকজন বিচারপতির অনিয়ম পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ হাইকোর্টের   
রাশিয়া সফর করবেন শি জিনপিং
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৩:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৫:২২ অপরাহ্ন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২৫ সালে রাশিয়া সফর করবেন। শুক্রবার সকালে মস্কোর রাষ্ট্রদূত ইগর মরগুলভ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

ইগর মরগুলভ বলেন, যতটুকু বলতে পারি, সেটি হলো, বর্তমানে যথাযথ পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এটি কোনো গোপন বিষয় নয় যে, চীনের প্রেসিডেন্ট আগামী বছর রাশিয়া সফর করবেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন চীন সফর করেন, যখন তিনি চীনের সঙ্গে যৌথ অংশীদারিত্ব ঘোষণা করেছিলেন, তার কয়েকদিন পরই তিনি ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠান। তিনি গত মে মাসে পুনঃনির্বাচিত হওয়ার পর চীন সফর করেছিলেন এবং সেখানে নতুন সম্পর্কের ঘোষণা দেন, যা মার্কিন নীতির বিরোধিতার ওপর গুরুত্বারোপ করে।

২০২৩ সালে শি জিনপিংকে ক্রেমলিনে প্রিয় বন্ধু হিসেবে অভ্যর্থনা জানানো হয়, যখন তিনি তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হন।

মরগুলভ রিয়া নিউজকে জানান, চীন ইউক্রেন-রাশিয়ার ৩৪ মাসের যুদ্ধের নিন্দা করা থেকে বিরত রয়েছে, এ সংঘাতের ভিত্তি বুঝতে পেরেছে, কারণ তারা অনেক একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ওপর চাপ বাড়াচ্ছে।

তিনি বলেন, ন্যাটো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার সামরিক পরিকাঠামো স্থানান্তরের পরিকল্পনা করছে।

রাশিয়া ও চীন যৌথভাবে মার্কিন নীতির প্রতিক্রিয়া জানাতে হবে, তিনি মন্তব্য করেন।

মরগুলভ বলেন, আন্তর্জাতিক মঞ্চে আমাদের দেশগুলোর ওপর আরও 'যুগপথ প্রতিক্রিয়া' দিতে হবে, যেন 'যুগপথ প্রতিরোধ' যেটি পশ্চিমারা রাশিয়া ও চীনের বিরুদ্ধে প্রয়োগ করতে চাচ্ছে।

বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল দখল করেছে এবং তারা সম্প্রতি যুদ্ধের প্রথম দিকের তুলনায় দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft