প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
মসজিদসহ উপাসনালয়গুলোতে চলমান জরিপ আপাতত বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। উপাসনাস্থল আইনের কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করে করা পিটিশনের শুনানি শুরু হওয়ার পর আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কোর্ট এ কথা জানায়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ বিধান) আইনের অধীনে উপাসনালয়ের মালিকানা এবং বিশিষ্টকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের না করার জন্য দেশের দেওয়ানি আদালতগুলোকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আদেশ মূলত মন্দির এবং মসজিদের সমস্ত সমীক্ষাকে আটকে রাখবে।
মসজিদ ও মন্দিরে জরিপ ভারতে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটি দেশটিকে সহিংসতা ও সাম্প্রদায়িক উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে। যার সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে সম্ভলে পুলিশের গুলিতে ৪ জন নিহতের ঘটনা। শীর্ষ আদালতের নির্দেশের অধীনে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার শাহি ইদগাহ মসজিদের সমীক্ষাও বন্ধ হয়ে যাবে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে আজকের আবেদনের শুনানি হয়।
সিজেআই খান্না বলেন, কেন্দ্রীয় সরকার চার সপ্তাহের মধ্যে প্রতিক্রিয়া জমা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্তের বিষয়ে আর কোনো শুনানি হবে না।
ভারতের ১৯৯১ সালের উপাসনাস্থল আইনে বলা হয়েছে, কোনো উপাসনালয়ের বিশিষ্ট পরিবর্তন করা হবে না।১৯৪৭ সালের ১৫ আগস্ট পর্যন্ত উপাসনালয়গুলোর প্রকৃতি যেমন ছিল, তেমনই বজায় রাখতে হবে।
তবে ভারতে এই আইনের ব্যতিক্রম কাজ ছিল একটা। অযোধ্যায় বাবরি মসজিদ আর রাম জন্মভূমি সংক্রান্ত বিরোধ।