বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ    জামায়াত নেতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামের মামলা    সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব দেশের একতা দেখবে    শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন    একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি: ড. ইউনূস    সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির    বাতিল হলো "জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩"   
কালীগঞ্জে নৌকা ডুবে দুই শিশুর করুন মৃত্যু
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১০:০২ অপরাহ্ন

ডিঙ্গি নৌকা চালাতে গিয়ে চয়ন (৭) ও আবির (৬) নামে দুই শিশু নদীর পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজার হাসিলবাগ গ্রামের ভৈরব নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 

নিহত চয়ন ওই গ্রামের শওকত আলীর ছেলে এবং আবির একই গ্রামের আবু সালেহের ছেলে। 

এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শিশু চয়ন ও আবির দুই বন্ধু মিলে দুপুরে গ্রামের ভৈরব নদীতে ডিঙ্গি নৌকা চালাতে যায়। এ সময় ডিঙ্গি নৌকা উল্টে তারা পানিতে পড়ে। 

এদিকে বিকাল পেরিয়ে গেলেও শিশু দুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদেরকে খোজাখুজি শুরু করেন। সন্ধ্যার আগে এক প্রতিবন্ধী কিশোর শিশু দুটি নদীর দিকে গেছে বলে ইঙ্গিত করে। এ সময় লোকজন নদী পাড়ে গিয়ে তাদের জুতা দেখে নিশ্চিত হয় শিশু দু’টি নদীতে ডুবে যেতে পারে। তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নদীতে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচাজ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ডুবে দুটি শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft