বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ১১ পৌষ ১৪৩১
 

ময়মনসিংহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত     সচিবালয়ে আগুন : হুঁশিয়ারি সারজিস আলমের    চ্যাম্পিয়নস ট্রফি জন্য ভিসা নীতিকে সহজ করল পাকিস্তান    বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কাজ    গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ    ‘সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে’    সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলা, ৫ সাংবাদিক নিহত   
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাক!
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৭:০১ অপরাহ্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজটিকে হ্যাক করেছে হ্যাকাররা। গতকাল রাতে হ্যাক করা হয়েছে বাফুফের অধীনে থাকা বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটি।

আজ (রোববার) দুপুরে হ্যাকিংয়ের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় বাফুফে মিডিয়া বিভাগ। পেজটি ফিরে পেতে বাফুফে কাজ করছে এবং সাময়িক অসুবিধার জন্য ফেডারেশনের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে।

এর কয়েক বছর আগেও বাফুফের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকারদের শিকার হয়েছিল। এবার জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হলো। গতকাল রাত থেকে বাফুফের পেজে বিভিন্ন সিনেমার ছোট ছোট ভিডিও আপলোড দিতে থাকে হ্যাকাররা। রাত থেকেই এই পেজ উদ্ধারের কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি।

গতকাল রাতেই বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার কার্যক্রম শেষে দ্রুতই পেজ ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।


উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের ফেসবুক পেজটিতে ১৭ হাজার লাইক এবং ৭৮ হাজার ফলোয়ার রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft