বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ২ মাঘ ১৪৩১
 

হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ    জামায়াত নেতা হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের নামের মামলা    সর্বসম্মতভাবে জুলাই ঘোষণাপত্র হলে পুরো বিশ্ব দেশের একতা দেখবে    শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন    একতাতেই আমাদের জন্ম, একতাই আমাদের শক্তি: ড. ইউনূস    সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ: জামায়াত আমির    বাতিল হলো "জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩"   
বাংলাদেশের ‘তরী’ থেকে বাদ ঋতুপর্ণা, যুক্ত হলেন শ্রীলেখা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন

গেল বছরের মাঝে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে ‘তরী’ সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ। নানা জটিলতায় তাকে নিয়ে সিনেমার শুটিং করা সম্ভব হয়নি। মাঝে ঋতুপর্ণাকে বাদ দেওয়ার কথাও জানিয়েছিলেন নির্মাতা। অবশেষে তাই হলো।

‘তরী’ সিনেমা থেকে ঋতুপর্ণাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। খবরটি সমকালকে নিশ্চিত করেছেন পরিচালক রাশিদ পলাশ নিজেই।


তিনি জানান, শনিবার কলকাতায় শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করেছি। ঋতুপর্ণার স্থানে শ্রীলেখাকে যুক্ত করা হয়েছে। ফলে চরিত্রটির পরিধি আরও বাড়বে বলে আমি মনে করি। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাসের শুরুতে শ্রীলেখাকে নিয়ে শুটিং শুরু করবো।

এদিকে গুঞ্জন ছড়িয়েছে, চিত্রনায়ক-সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বন্ধু হওয়ায় ঋতুপর্ণাকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি ঠিক এমন না বলেও জানালেন রাশিদ পলাশ। 

তিনি জানালেন, ‘বিষয়টি ঠিক এরকম না। আমি চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। তাছাড়া এই সময় ঋতুপর্ণাকে নিয়ে আউটডোরে শুটিং করা সম্ভব নয়। তাই আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর মাসে রাশিদ পলাশ সমকালকে জানিয়েছিলে, ‘তরী’ ছবির জন্য ঋতুপর্ণার সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়েছিল। আমরা ছবিটির প্রথম লটের শুটিং শেষ করেছি। সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেওয়ার কথাও ছিল তাঁর। জুলাইর প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ও শেষ লটের প্রস্তুতিও নিচ্ছিলাম। এরই মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে শিডিউল ভেস্তে যায়। এই মুহূর্তে দেশের যে অবস্থা, তাতে ঋতুদিকে নিয়ে আউটডোর শুটিং করা কঠিন হয়ে যাবে। তাই তাঁর জায়গায় অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে সিনেমার কাজটা শেষ করতে চাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: jobabdihimedia@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft