বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২ মাঘ ১৪৩১
 

শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এডভোকেসি সভা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ন

বান্দরবানে শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার জেলা তথ্য অফিস আয়োজিত এবং ইউনিসেফ এর সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার মো.মিজানুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা। 

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.রাশেদ নিজাম, সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার,স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষা কর্মকর্তা, শিক্ষক,ইমাম,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিরা সভায় অংশগ্রহন করেন। জেলা তথ্য অফিস জানিয়েছে, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে ইউনিসেফ, বাংলাদেশ সহযোগিতায় আয়োজিত এডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উম্মে হাবিবা মীরা বলেন, শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধি প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদেরকে আদর যত্নের মাধ্যমে পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিতে নৈতিক শিক্ষা নিশ্চিত করতে হবে। এসময় তিনি শিশু সহিংসতা সংক্রান্ত ঘটনায় ১০৯৮ হটলাইন নাম্বারটি তে ফোন করার আহবান জানান।

সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের। বেশিরভাগ সময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনই। তাই বাল্যবিবাহের সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সচেতনতা। এসময় বক্তারা শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft