প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৭:০০ অপরাহ্ন
মুক্তি পেয়েছে ডিজনির ‘স্নো হোয়াইট’ সিনেমার ট্রেইলার। সিনেমাটির এ ট্রেইলারটি ১৯৩৭ সালের অ্যানিমেটেড ক্ল্যাসিক স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফসের একটি লাইভ-অ্যাকশন মিউজিক্যাল রিমেক।
সিনেমাটি পরিচালনা করেছেন মার্ক ওয়েব এবং ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন র্যাচেল জেগলার এবং ইভিল কুইন হিসেবে পরিচিত গ্যাল গ্যাডট।
ট্রেইলারে দেখা যায়, স্নো হোয়াইট তার সৎমার নির্মম শাসন থেকে পালিয়ে বনভূমিতে চলে যান। সেখানে তিনি বিখ্যাত সেভেন ডোয়ার্ফদের বাঁশফুল, ডাক, ডোপি, গ্রাম্পি, হ্যাপি, স্লিপি এবং স্নিজির সঙ্গে সাক্ষাৎ করেন। তারা তাকে আশ্রয় দেয়। স্নো হোয়াইট তাদের সাহায্য চান রাজ্য পুনরুদ্ধার করার জন্য।
ট্রেইলারে র্যাচেলকে বলতে শোনা যায় ইভিল কুইন আমাদের সবার সবকিছু ছিনিয়ে নিয়েছে। সেসব আবার ফিরে পেতে আমি তোমাদের সাহায্য চাই। আমাদের রাজ্য পুনরুদ্ধারের সময় এসেছে।
এ সিনেমাটিতে ইজিওটি জয়ী জুটি বেনজ প্যাসেক এবং জাস্টিন পলের লেখা নতুন গান থাকবে, যা ফিল্মের সাউন্ড ট্র্যাকে শুনতে পাওয়া যাবে।
জেগলার হবেন এ সিনেমার চতুর্থ অভিনেত্রী যিনি বড় পর্দায় স্নো হোয়াইট চরিত্রে অভিনয় করবেন।
চরিত্রটিতে এর আগে ১৯৯৭ সালের চলচ্চিত্র ‘স্নো হোয়াইট: এ টেল অব টেরর’-এ মনিকা কিনা, ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’-এ ক্রিস্টেন স্টুয়ার্ট এবং ‘মিরর মিরর’-এ ‘লিলি কলিন্স’র মতো অভিনেতারা অভিনয় করেছিলেন। স্নো হোয়াইট সিনেমাটি ২০২৫ সালের ২১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে।