শনিবার ১ মার্চ ২০২৫ ১৫ ফাল্গুন ১৪৩১
 

ফের মুক্তি পাচ্ছে কালজয়ী সিনেমা ‘করন-অর্জুন’
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ন

বলিউডের কালজয়ী সিনেমা ‘করন-অর্জুন’ আবারও মুক্তি পাচ্ছে বড় পর্দায়। ২২ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এটি। 

বলিউডের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘করন-অর্জুন’। রাকেশ রোশন পরিচালিত এ সিনেমাটি ১৯৯৫ সালের ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছিল।

সিনেমার গল্পে দুই ভাই এবং তাদের মায়ের মধ্যে এক অদ্ভুত বন্ধন দেখানো হয়েছিল। যে বন্ধন কোনো নির্দিষ্ট সময়ের কিংবা শুধু একটি জনমের নয়, চিরকালের।

সিনেমাটির মুক্তির বিষয়ে ২৮ অক্টোবর সালমান খান তার ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘করন-অর্জুন সিনেমায় রেখা জি একদম ঠিক বলেছিলেন, যে আমার ‘করন-অর্জুন’ আসবে। তাই নভেম্বরের ২২ তারিখ আবার সিনেমা হলে আসছে।’ এরপর সিনেমার একটি টিজার শেয়ার করেছেন ভাইজান।

সিনেমায় শাহরুখ খানের বিপরীতে কাজল এবং সালমান খানের বিপরীতে মমতা কুলকার্নি নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন। তাদের মায়ের চরিত্রে অভিনয় করেন রেখা আর খলনায়কের চরিত্রে ছিলেন অমরেশ পুরী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft