মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
 

৪ দফা দাবি বাস্তবায়নে ফরিদপুরে আইডিইবি’র সংবাদ সম্মেলন
ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কে বিএসসি (পাশ) সমমান মর্যাদা প্রদান সহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৪ দফা দাবি বাস্তবায়নে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রম এর প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক সম্মেলন করেছে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- আইডিইবি ফরিদপুর জেলা শাখা।

আজ সোমবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি ফরিদপুর জেলা শাখার প্রচার সম্পাদক মুইজ্জুর রহমান রবি।

এ সময় আইডিইবির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কেএম আমিনুল ইসলাম মিন্টু, জেলা শাখার সভাপতি শামসুদ্দিন তালুকদার,  জেলা শাখার  সহ সভাপতি মোঃ আব্দুর রাকিব, মোহাম্মদ জাফর ইকবাল, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান, সাহিত্য সম্পাদক অজয় কুমার দাস, চাকুরী বিষয়ক সম্পাদক ‌সুমন মোল্লা, শিক্ষা ও প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক ‌ সিরাজুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন খান কার্যকরী সদস্য  সহ অন্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক এই শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ইঞ্জিনিয়ারদের মান-মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান প্রদানের শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানানো হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফরিদপুর   সংবাদ সম্মেলন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft