বুধবার ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২ ফাল্গুন ১৪৩১
 

রাজাপুরে বিশ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৬:১৫ অপরাহ্ন

ঝালকাঠির রাজাপুরে বিশ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. আরিফ হোসেন খান। সে উপজেলার শুক্তগড় ইউনিয়নের সাংগর গ্রামের মো. হেমায়েত উদ্দিন খানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও তার ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। আরিফ পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে মাদকের কারবার করে আসছিলেন বলেও পুলিশ জানায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, আরিফের সাথে জড়িতদের গ্রেফতার করতে এখনও অভিযান অব্যাহত রয়েছে। এর আগে আরিফের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। 

এ ঘটনায় আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আগামিকাল তাকে আদালতে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft