শনিবার ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
 

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশি আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৮:২২ অপরাহ্ন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশুসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন।

আজ রোববার (২৩ মার্চ) ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মোঃ মিরাজ (২৭), নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙা বড় নাল গ্রামের উজ্জ্বল মোল্লা (২৮), খুলনার দৌলতপুরের বিএল রোডের সোহাগ সিকদারের ছেলে শাকিল শিকদার (২২), কুষ্টিয়ার ভেড়ামারার হালদারপাড়ার সহাদবের ছেলে সুব্রত বিশ্বাস (১৮), বাগেরহাটের মোল্লাহাটের চাঁদেরহাট গ্রামের নারায়ণ মজুমদারের ছেলে নয়ন মজুমদার (২৮) ও ঢাকার মোহাম্মদপুরের শেরে বাংলা রোডের অশোক বালা (৪৫)।

বিজিবি সূত্রে আরো জানা যায়, বাঘাডাংগা বিওপির হাবিলদার জিনারুল ইসলামের নেতৃত্বে টহল চলাকালে কাঞ্চনপুর গ্রামের রাস্তা থেকে ৮ বাংলাদেশিকে আটক করে বিজিবি।

এছাড়া খোসালপুর বিওপির হাবিলদার শিকদার ইউনুসের নেতৃত্বে টহলে নারী ও শিশুসহ ৭ জনকে আটক করেছে বিজিবি। এদিকে পলিয়ানপুর বিওপির হাবিলদার জুয়েলের নেতৃত্বে সীমান্তবর্তী রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। 

বিজিবির পৃথক এসব অভিযানে আটককৃত ১৫ জনের মধ্যে ৭ জন নারী ও ২ জন শিশু। আইনগত বাধ্যবাধকতার কারণে আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক ৯ নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক বাকি ৬ বাংলাদেশিকে পাসপোর্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft