বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪ ফাল্গুন ১৪৩১
 

আপনার মেয়াদে বাংলাদেশ সমৃদ্ধ হবে: জারাহ ব্রুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

ইউরোপের বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার জন্য জার্মানির সঙ্গে বিশেষ সম্পর্ক চায় বাংলাদেশ। গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুনের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

সাক্ষাৎকালে জার্মান জনগণ এবং জার্মান অর্থনীতির প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশটি বিশ্বের ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। 

তিনি বলেন, জার্মানির সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা জার্মানির সঙ্গে একটি আলাদা ও বিশেষ সম্পর্ক রাখতে চাই।

সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণ সম্পর্কে আরও জানতে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে জারাহ ব্রুন বলেন, আপনার মেয়াদে বাংলাদেশ সমৃদ্ধ হবে। আমি আপনার কাজের ব্যাপারে খুব উৎসাহী। জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করতে আগ্রহের কথাও বলেন তিনি।

ড. ইউনূস জানান, চলতি বছরের শেষ নাগাদ অন্তর্বর্তী সরকারের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আইজির সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের জন্য আপনাদের সবার সমর্থন আমাদের প্রয়োজন। সাধারণ নির্বাচনকে একটি বড় সাফল্যের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি।

বৈঠকে তারা অধ্যাপক ইউনূসের থ্রি জিরো আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন এবং কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

তারা অধ্যাপক ইউনূসের সূচিত তিনটি শূন্য আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ব্যবস্থা এবং কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোর্শেদ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft