বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪ ফাল্গুন ১৪৩১
 

থাইল্যান্ডে পর্যটক বাস খাদে পড়ে নিহত ১৮, আহত ২৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

থাইল্যান্ডে একটি পর্যটক বাস ব্রেক ফেল করে খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির পূর্বে প্রাচীন বুরি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ আলজাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ কর্মকর্তা কর্নেল সোফন ফ্রামানিহে বলেন, বাসটি খাড়া সড়ক ধরে ওঠার সময় ব্রেক ফেল করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে সড়ক থেকে নিচে পড়ে যায়। মারা যাওয়ারা শিক্ষা সফরে আসা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিলেন।

বাসটিতে চালকসহ ৪৯ জন ছিলেন। তাদের সবাই থাই নাগরিক। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে রাজধানী ব্যাংকক থেকে ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল) পূর্বে অবস্থিত প্রাচীন বুরি প্রদেশে উদ্ধারকর্মী ও চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে দেখা গেছে। তারা সেখান থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

স্থানীয় কর্মকর্তা সোমজাই ফুৎথাসেনা জানিয়েছেন, প্রায় ২০ জন আহত যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা এখনও গুরুতর।

এদিকে প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনার তদন্ত চলছে। প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

যানবাহনের নিরাপত্তা মান এবং দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা এবং মৃত্যু প্রায় ঘটে। ২০২৩ সালের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দিক থেকে বিশ্বে নবম স্থানে রয়েছে। ১৭৫টি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশের মধ্যে এ জরিপ চালানো হয়।

গত বছর, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে একটি স্কুল বাসে আগুন লেগে যায়। এ ঘটনায় ১৬ জন শিক্ষার্থীসহ ২৩ জন নিহত হয়। এক দশকের মধ্যে দেশের সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ছিল সেটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft