শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২২ অপরাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে রামদিয়া বাজারে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। 

আজ সোমবার সকালে জেলার বলিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজার জামে মসজিদ দিন সংলগ্ন এলাকা থেকে উক্ত অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার করে বালিয়াকান্দি থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে ওই বৃদ্ধা ৫/৬ দিন ধরে ঘোরাফেরা করছিল। তিনি বিভিন্ন দোকান থেকে খাবার খেয়ে জীবন চালাতেন। যে যা দিত তাই খেয়েই তিনি বাজার এলাকায় ঘোরাফেরা করতেন। গতকাল রোববার সন্ধ্যার পর বাজার জামে মসজিদ এলাকায় চলে যান। সকালে মসজিদের ওযুখানার পাশে ওই অজ্ঞাত মহিলার লাশ দেখতে পায় এলাকার লোকজন। এরপর বিষয়টি বালিয়াকান্দি থানাকে অবহিত করা হলে থানা পুলিশ উক্তস্থান থেকে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করে বালিয়াকান্দি থানায় নিয়ে যান। 

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বৃদ্ধার লাশ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft