রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

রাজবাড়ীতে ট্রাক্টার চাপায় কলেজ শিক্ষক নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩০ অপরাহ্ন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুরে ইটবাহী ট্রাক্টরচাপায় হাসিবুল হাসান বুলবুল (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। নিহত হাসিবুল হাসান বুলবুল জামালপুর ইউনিয়নের বাধুলীখালকুলা গ্রামের ইউসুফ শেখের ছেলে এবং জামালপুর ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।

গতকাল রোববার বিকালে জামালপুর বাজার সংলগ্ন আঁখ সেন্টারের সামনে জামালপুর-বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। 

স্থানীয়রা জানায়, জামালপুর বাজারে সাপ্তাহিক হাটের দিন ছিল। বিকেল ৪টার দিকে হাসিবুল হাসান বুলবুল হাট থেকে বাজার-সদাই করে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। বাজারের কাছেই আঁখ সেন্টারের সামনে পৌঁছালে পেছন থেকে স্থানীয় ইটভাটার একটি ইটবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ট্রাক্টরচাপায় কলেজ শিক্ষকের মৃত্যুর খবর শুনেছি এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ চলমান রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft