শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫ ৯ ফাল্গুন ১৪৩১
 

রাণীশংকৈলে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মনববন্ধন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি মৌসুমে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মনববন্ধন করেছে উপজেলা কৃষকদল ও আলুচাষীরা। 

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রানীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকে সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।হিমাগারগুলোর বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক গোলাম রসূল, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,
পৌর কৃষকদলের সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি জিয়াউর রহমান (মাষ্টার), মহিলা দলের সদস্য সচিব আনাকলি, পৌর যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব, মুক্তারুল ইসলাম মুক্তার, যুবনেতা আওলাদ হোসেন, কৃষকদলের দপ্তর সম্পাদক সেলিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এমনিতেই বাজারে আলুর দাম অনেক কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিক ভাবে বৃদ্ধি করে কৃষকদের সংকটে ফেলা হয়েছে। এতে প্রান্তিক আলু চাষিরা মারাত্মক ক্ষতিতে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে । তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি ।

মানববন্ধন শেষে কৃষকেরা উপজেলা পরিষদের সামনের সড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন এসময় কৃষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। পরে কৃষকেরা উপজেলা নির্বাহী আফিসার বরাবর একটি স্মারক লিপি পেশ প্রদান করেন ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft