সোমবার ২৪ মার্চ ২০২৫ ১০ চৈত্র ১৪৩১
 

রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকট
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

বেশ কিছু দিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে সময় পার করছেন নগরবাসী।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) মোহাম্মদপুর, কল্যাণপুর, গ্রিনরোডসহ বেশিরভাগ এলাকায় সরেজমিনে দেখা গেছে, বাসাবাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে।

টানা কয়েক দিন গ্যাস না থাকায় ইলেক্ট্রিক কুকার বসিয়ে জরুরি রান্না সারছেন এলাকার বাসিন্দাদের কেউ কেউ। তাদের মধ্যে বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার গ্যাস কিনেছেন।
 
ভুক্তভোগীরা বলছেন, কখনও ভোরে আবার কখনও গভীর রাতে গ্যাস আসে। তাও তা স্থায়ী হয় ঘণ্টাখানেক।
 
তারা জানান, রাত দেড়টার দিকে অল্প গ্যাস আসে। তাও স্থায়ী হয় এক থেকে দেড় ঘণ্টা। গ্যাস না থাকলেও সময় মতো তাদের গুণতে হয় বিল। সকালে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময়ে তারা ঠিক মতো খেতে পারছে না। বাইরের খাবার খেয়ে তাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়ছে।
 
এ বিষয়ে তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজ জানান, সরবরাহ কমে যাওয়ায় দেখা দিয়েছে গ্যাসের সংকট। তবে দুই থেকে তিন দিনের ভেতর গ্যাস সংকট কেটে যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft