শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

বাজারে কাটছে না সয়াবিন তেলের কৃত্রিম সংকট    ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল    দেশের অস্তিত্ব-সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব: সারজিস    সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র    দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী    দ্বিতীয় দফায় রক্ষা হলোনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের   
পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় ইরানের ৫ নিরাপত্তাকর্মী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন

ইরান-পাকিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাঁচজন ইরানি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

খবরে বলা হয়েছে, হামলাটি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে ঘটে। এটি রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।

নিহতরা বেলুচ সম্প্রদায়ের সদস্য এবং ইরানের প্যারামিলিটারি রেভল্যুশনারি গার্ডের স্বেচ্ছাসেবী বাহিনী বেসিজের অংশ ছিলেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে একই দিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রেভল্যুশনারি গার্ডের বাহিনী তিন সন্ত্রাসীকে হত্যা এবং নয়জনকে গ্রেফতার করেছে। তবে প্রতিবেদনে তাদের গ্রুপের নাম উল্লেখ করা হয়নি।

গত মাসে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়ে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে চারজনকে হত্যা করে। নিহতদের মধ্যে রেভল্যুশনারি গার্ডের প্রধানও ছিলেন।

তার আগে, গত সেপ্টেম্বর মাসে দুটি পৃথক বন্দুক হামলায় চার সীমান্তরক্ষী নিহত হন। এর মধ্যে একটি হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল-আদল, যারা বেলুচ জাতিগত সংখ্যালঘুদের অধিকারের দাবিতে লড়াই করে।

আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে নিয়মিতই সন্ত্রাসী গোষ্ঠী, অস্ত্র চোরাকারবারী এবং ইরানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি ইরানের সবচেয়ে কম উন্নত অঞ্চলগুলোর মধ্যে একটি এবং সেখানে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিম জনগণের ইরানের শিয়া শাসনের প্রতি দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft